জাতীয়

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, উচ্ছেদ অভিযান, নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।

Advertisement

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। তিনি বলেন, রাখাইন রাজ্যে সন্ত্রাস নির্মূলের নামে সেনাবাহিনী গণহত্যা, লুটপাট, নির্যাতন, অগ্নিসংযোগ, নিপীড়ন চালাচ্ছে। জীবন বাঁচানোর জন্য পাহাড়, জঙ্গল, নদী পার হয়ে বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী মিয়ানমারে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। নিহতদের মরদেহ নদ-নদীতে ভেসে উঠেছে। মিয়ানমারের সরকার মানবতা লঙ্ঘন করেছে। অং সান সু চি শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছেন সেখানে অশান্তি করে সেই নোবেল পুরস্কার ধরে রাখার নৈতিক অধিকার হারিয়েছেন।

বক্তারা বলেন, নৃশংসভাবে রোহিঙ্গাদের হত্যা করে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অং সান সু চির আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার হওয়া উচিত। এ ব্যাপারে আমরা জাতিসংঘ ও মানবিক দেশগুলোর এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাগো মানবতা জাগো বিশ্ব, এ জঘন্য হত্যাকাণ্ড ও জাতিগত নিধন কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানাই।

Advertisement

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপত্বিতে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, বাংলাদেশ জনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এম আনোয়ার শাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান শামসুল হুদা মামুন, গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন (দিপু মীর), ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী প্রমুখ।

এমএইচএম/এমআরএম/আইআই