ক্যাম্পাস

রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবি জাবি ছাত্রফ্রন্টের

রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

Advertisement

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের পাদদেশে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনের সঞ্চালনা করেন জাবি শাখা ছাত্রফ্রন্ট কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম।

মানববন্ধনে জাবি ছাত্রফন্টের কর্মী আবু সাঈদ রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের তৎপরতা বাড়িয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ দেয়ার কথা বলেন।

সভাপতির বক্তব্যে জাবি শাখা ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকারের কাজের সমালোচনা করে বলেন, রোহিঙ্গাদের সমস্যা নিয়ে পূর্বেও বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারেরা কোনো পদক্ষেপ নেয়নি। এবারেও প্রথমদিকে কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়নি। যখন রোহিঙ্গা উদ্বাস্তুদের বাংলাদেশে অবাধ প্রবেশে প্রবল চাপ তৈরি হলো তখন নোবেল পাওয়ার লোভে সরকারের উদ্যোগ দেখি আমরা।

Advertisement

বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে ও মানবতার স্বার্থে অবিলম্বে মায়ানমারের আরাকানে বসবাসরত জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধান ও রাখাইনে গণহত্যা বন্ধ করতে বিশ্ব জনমত তৈরিতে সরকারকে কাজ করার আহ্বানও জানান তিনি।

এছাড়া মানববন্ধনে অন্যান্য বক্তারা রোহিঙ্গাদের ওপর মায়ানমার সরকারের নির্যাতনের সমালোচনা করে সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হাফিজুর রহমান/এএম/আইআই

Advertisement