দেশজুড়ে

আবারও রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার

মিয়ানমারে চলমান নির্যাতন থেকে বাঁচতে নাফনদের জলসীমা অতিক্রম করতে গিয়ে শাহপরীরদ্বীপ বঙ্গোপসাগরে এক ঘণ্টার ব্যবধানে ফের দুই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন।

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রোহিঙ্গাবাহী একটি নৌকা শাহপরীর দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ডুবে যায়। খবর পেয়েছি অতিরিক্ত রোহিঙ্গা বহনের কারণে ঢেউতে আছড়ে পড়ে নৌকাটি ডুবে গেছে। এতে মিয়ানমারের রাসিডং ফিরিঙ্গিডং এলাকার সলিম উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৩০) ও একই এলাকার নাসির উদ্দীনের ৪০ দিন বয়সের শিশু আব্দুল মাবুদের মরদেহ উদ্ধার হয়। নিহতদের পরিচয় সনাক্ত করেছে প্রাণে বেঁচে যাওয়া স্বজনরা।

তিনি আরও জানান, একই দিন সকালে নাফনদের সাবরাং নয়াপাড়া পয়েন্ট থেকে ২ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। এদের একজন শিশু ও একজন পুরুষ।

নিহত আনোয়ারার শ্বশুর মোহাম্মদ ইসলাম জানান, তাদের নৌকাটিতে ২০ জন রোহিঙ্গা নারী পুরুষ ও ১২ জন শিশু ছিলো। নৌকাডুবির পর তারা সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হন। এ ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

Advertisement

লাশ উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনকে জানালে থানা পুলিশের এসআই নূরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেন।

এদিকে, এ ঘটনার এক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় রোহিঙ্গা বোঝাই আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজনকে মুমূর্ষ অবস্থায় জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নাফনদে আবারও পৃথক নৌকাডুবিতে ৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে দুই শিশু, এক পুরুষ ও এক নারী ছিল। উদ্ধার মৃতদেহগুলো দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আইআই

Advertisement