খেলাধুলা

লজ্জার ডাবল সেঞ্চুরির দিকে বাংলাদেশের ফুটবল

আর মাত্র ৪ ধাপ নামলেই লজ্জার ডাবল সেঞ্চুরি হয়ে যাবে বাংলাদেশের ফুটবলের। বৃহস্পতিবার ফিফা ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৭ ধাপ পিছিয়ে অবস্থান বাংলাদেশ অবস্থান করছে ১৯৬ নম্বরে। এটি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে ফিফা র‌্যাংকিংয়ে সর্বনিম্ন অবস্থান।

Advertisement

এর আগে বাংলাদেশ ১৯৩তম ছিল এ বছরের এপ্রিলে ঘোষিত র‌্যাংকিংয়ে। এর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও জুনে ১ ধাপ উঠে বাংলাদেশের র‌্যাংকিং হয়েছিল ১৯২। জুলাইয়ে ঘোষিত র্যাংেকিয়ে বাংলাদেশ ছিল ১৯০তম স্থানে। আগস্টে ১ ধাপ উন্নতি করে বাংলাদেশ অবস্থান করে ১৮৯ তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১০ ধাপ নেমে ১০৭, মালদ্বীপ ১২ ধাপ নেমে ১৫৪, ভুটান ৯ ধাপ নেমে ১৭৪, নেপাল ৬ ধাপ নেমে ১৭৫, শ্রীলংকা ১ ধাপ নেমে ১৯৮তম স্থানে অবস্থান করছে। পাকিস্তান আছে আগের ২০০তম স্থানেই। গত ৫ বছরে বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়েছে ৩২ ধাপ। ২০১৩ সালে বাংলাদেশ ছিল ১৬৪ তম স্থানে।

এমআর/জেআইএম

Advertisement