অপহরণের পর হত্যার অভিযোগে ফেনী সদর উপজেলা লেমুয়া থেকে মো. সহিদুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গত ৬ জুন মিরসরায় উপজেলার জোরারগঞ্জ এলাকার নাসির আহাম্মদের ছেলে ফারহান সাকিব রিপাতকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহৃতের বড় ভাই মো. শহিদুল ইসলাম রুবেল বিষয়টি র্যাবকে অবহিত করে। এরপর বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লেমুয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার আলিনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে সহিদুল ইসলামকে আটক করা হয়। আটক সহিদুল ইসলাম জানান, অপহরণের পর ওইদিন সন্ধ্যায় সাড়ে ৬টায় রিফাতকে করেরহাট রামগর রাস্তার পাহাড়ি এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহটি পাহাড়ের নিচে ফেলে দেওয়া হয় বলেও জানায় সহিদুল।ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।জহিরুল হক মিলু/এআরএ/এমএস
Advertisement