অর্থনীতি

ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস পতনের পর এবার টানা উত্থান প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। এ নিয়ে টানা দুই কার্যদিবস উভয় বাজার ঊর্ধ্বমুখী থাকল।

Advertisement

বৃহস্পতিবার ডিএসইতে মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ৩০০ কোটি ১৫ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৪৬ লাখ টাকা। অপরদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ১৯ পয়েন্ট। আর সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স’র বড় উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী হয়। তবে এক বারের জন্যও ডিএসইএক্স ঋণাত্মক হয়নি। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুটি মূল্য সূচক। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে। আর ডিএসই শরিহ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে।

Advertisement

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১২৪ কোটি ২১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩০০ কোটি ১৫ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৩৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ৩২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৪০ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিঙ্গার বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৩২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৮টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

Advertisement

এমএএস/এমআরএম/জেআইএম