বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পেছনে নেইমারের সবচেয়ে বড় লক্ষ্য ছিল বিশ্বসেরা হওয়া। বার্সায় তো লিওনেল মেসির ছায়ায় পড়ে থাকতে হবে, বিশ্বসেরার আসনে কখনোই ওঠা যাবে না। এ কারণে ন্যু ক্যাম্প ছেড়ে পার্ক ডি প্রিন্সেসে পাড়ি জমালেন নেইমার। যাওয়ার আগে ব্যালন ডি’অর জয়ের ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন তিনি।
Advertisement
তবে পিএসজিতে যাওয়ার পর নেইমার বুঝলেন, এখান সবার আগে শিরোপা জিততে হবে। না হয়, বিশ্ব সেরা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণেই মুখ ফুটে নেইমার বললেন, ‘ব্যালন ডি’অর নয়, সবার আগে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পিএসজির হয়ে শিরোপা জয়।’
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন তিনি। ফ্রেঞ্চ লিগেই নিজের ক্যারিশমা দেখাতে শুরু করেছিলেন। এবার শুরু করলেন ইউরোপিয়ান ফুটবলে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে সেলটিককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে নেইমারের পিএসজি।
ক্লাবের হয়ে শিরোপা জয়ের সম্পর্কে তিনি বলেন, ‘অবশ্যই একজন ফুটবল খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিততে চাই আমিও। তবে আমি এসব নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি আমার ক্লাবের কী ভালো হবে, সেটা নিয়ে।’
Advertisement
পিএসজি সম্পর্কে তিনি বলেন, ‘এটা অবশ্যই একটা গ্রেট টিম। এভাবে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে শিরোপা জয়ের।’
সেলটিকের বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু গোল পাওয়া নিয়েই নয়। এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ হলো, জয়। এ কারণেই এখানে এসেছি আমি। আমি খুব খুশি।’
আইএইচএস/জেআইএম
Advertisement