জাতীয়

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে একাত্তরে সংগঠিত গণহত্যার স্বীকৃতি আদায়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, প্রতিবারের মত এবারও বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্য একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক সমর্থন চাইবেন।

তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিয়ে সৃষ্ট সঙ্কটে দেশটির সরকারের ওপর চাপ অব্যাহত রাখার বিষয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এইউএ/আরএস/আইআই