হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়ের ফ্লাস্ক, নুডলসের প্যাকেট এবং ছুরির খাপের ভেতর থেকে ১ কেজি ৩৯৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।। উদ্ধারকৃত স্বর্ণে আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
Advertisement
এ ঘটনায় এমদাদুল হালাত খান নামের এক যাত্রীকে আটক করেছে। কাস্টমস এর যুগ্ম কমিশনার এ এম সোহেল রহমান জানান, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার (জি-৯৫২২) ফ্লাইটে বৃহস্পতিবার শাহজালাল বিমান বন্দরে আসেন এমদাদুল।
ওই দিন লাগেজটি না আসায় তিনি চলে যান। শুক্রবার দুপুরে তার লাগেজটি এসে পৌঁছালে সেটি নিতে বিমানবন্দরে আসেন এমদাদুল। পরে লাগেজটি বিমানবন্দরে স্ক্যান করার সময় এর ভেতর স্বর্ণের অস্তিত্ব টের পান কাস্টমস কর্তৃপক্ষ।
পরে লাগেজটি খুলে তল্লাশী চালিয়ে ছুরির খাপ, ফ্লাস্ক ও নুডলসের প্যাকেটের ভেতর কৌশলে লুকানো ১৭০টি সোনার পাত ও চেইন উদ্ধার করা হয়।
Advertisement
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জেইউ/আরএস