ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এবার ঢাবিতে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ।
Advertisement
শুক্রবার ‘গ’ ইউনিটের অধীনে বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগে সম্মান শ্রেণির ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে।
পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৫৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ।
Advertisement
এআরএস/আরআইপি