আন্তর্জাতিক

মার্স আক্রান্ত রোগীর সংখ্যা কমছে

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় মার্স ভাইরাস ‘আতংক কাটিয়ে উঠতে’ এবং তাদের স্বাভাবিক প্রাত্যহিক জীবনযাত্রা চালিয়ে যেতে শুক্রবার দেশের জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছে, এ ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর ও আলাদা করে রাখা লোকের সংখ্যা কমছে।শুক্রবার নতুন করে এ ভাইরাসে মাত্র চারজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও বৃহস্পতিবার ১৪ জন ও বুধবার ১৩ জন আক্রান্ত হয়। এনিয়ে দক্ষিণ কোরিয়ায় মারাত্মক মার্স ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়ালো।সৌদি আরবের বাইরে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে ১০ জন মারা গেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ ভাইরাসের সংস্পর্শে আসা বর্তমানে ৩ হাজার ৬৮০ জনকে আলাদা করে রাখা হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৮০৫। এ ভাইরাসের কারণে আলাদা করে রাখা মোট ১ হাজার ২৪৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে ২৯৪ জনকে শুক্রবার ছেড়ে দেয়া হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্স ভাইরাসে নতুন করে আক্রান্ত লোকের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে এবং বাতাসের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়ার কোন ঝুঁকি নেই।বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা দেশের জনগণকে এ ভাইরাস আতংক কাটিয়ে উঠে প্রাত্যহিক কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।’এসএইচএস/এমএস

Advertisement