ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রোববার (১০ সেপ্টেম্বর) বদলি করে আদেশ জারি করা হয়। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেই বদলির আদেশ স্থগিত করেছে ডিএমপি। থানাগুলো হচ্ছে- রমনা, কদমতলী ও বাড্ডা।
Advertisement
বদলির আদেশে ডিএমপির রমনা থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছিল বাড্ডা থানার ওসি মো. আবদুল জলিলকে, বাড্ডা থানার দায়িত্ব দেয়া হয়েছিল কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে আর কদমতলী থানার দায়িত্ব দেয়া হয়েছিল রমনা থানার ওসি মশিউর রহমানকে। আদেশের তিনদিনের মাথায় তা স্থগিত করা হলো।
আদেশ স্থগিতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মশিউর রহমান এবং কদমতলীর ওসি কাজী ওয়াজেদ আলী।
ওসি মশিউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। লিখিতভাবে কিছুই জানানো হয়নি। আমাকে শুধু বলা হয়েছে, ‘রমনায় আরও কয়েকদিন থাকেন।’
Advertisement
ওসি কাজী ওয়াজেদ আলী জাগো নিউজকে বলেন, আমিও স্থগিতের বিষয়টি শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু আমাকে জানানো হয়নি।
গত রোববার ওসিদের বদলির আদেশটি জারি করেন ডিএমপি হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান। আদেশ স্থগিতের বিষয়ে জানতে বুধবার রাতে তাকে দু’বার ফোন দেয়া হয় কিন্তু তিনি রিসিভ করেননি।
সম্প্রতি বদলির ওই আদেশ জারি এবং পরবর্তীতে তা স্থগিতের বিষয়টি রহস্যজনক উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন একজন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন-
‘বাড্ডা যাবে রমনায়, রমনা যাবে কদমতলিতে আর কদমতলি আসবে বাড্ডায়। ডিএমপির ওসি বদলের আদেশ এভাবেই হয়েছিল। এখন আদেশটা স্থগিত। কারণটা বলতে পারো? আমি যতদূর জানি রমনায় কদমতলিকে চাওয়া হচ্ছে। বাড্ডাকে রমনায় চাচ্ছেন না একজন মন্ত্রী। আবার কদমতলিকে বাড্ডায় চাচ্ছেন একজন এমপি। এ কারণেই আদেশ স্থগিত। নিউজ নেই কেন? ডিএমপির ওসি বদলে এত টানাপোঁড়ন কেন?’
Advertisement
ওই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি জাগো নিউজকে বলেন, ‘ভাই আমি এমন কিছুই শুনিনি।’
এআর/এমএআর/জেআইএম