ক্যাম্পাস

বন্যার্তদের জন্য একদিনের বেতন দেবেন জাবি শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল শিক্ষকের একদিনের বেতন সংগ্রহ করে সেই অর্থ বন্যা কবলিত মানুষদের প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Advertisement

বুধবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ স্বাক্ষরিত এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ফরিদ আহমদ জানান, গতকাল ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্তু নেয়া হয়েছে। একই সঙ্গে সভায় রোহিঙ্গা জাতি নিধনে মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর (রোববার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করা হবে বলেও জানান তিনি।

হাফিজুর রহমান/আরএআর/এমএস

Advertisement