তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি’র নির্মাণ মুন্সিয়ানা বরাবরই প্রশংসিত। বিভিন্ন উপলক্ষে তার নির্দেশিত কোনো না কোনো নাটক আলোচনায় আসেই! বিশেষ করে নাটকের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে ভাইরাল হতে দেখা যায়।
Advertisement
‘ট্যাটু’র সিক্যুয়ালে এবার ঈদে তার ‘নো লাইস; ট্যাটু ২’ নাটকটি প্রচারের পরও কাজিন নিয়ে যে বিষয়টা কাপলদের মধ্যে খুনসুটির সৃষ্টি করে সেটি ভাইরাল হয়েছে।
এ প্রসঙ্গে অমি জাগো নিউজকে বলেন, ‘ট্যাটু’ নাটকটি আমার ক্যারিয়ারে অন্যতম একটি সফল কাজ ছিল। অনেক রেসপন্স পেয়েছিলাম কাজটিতে। ওই নাটকে ‘হাগ’ দেয়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছিল। ওই অনুপ্রেরণা থেকে পরবর্তী কিস্তিতে ‘ট্যাটু ২’ বানাই। তখন চিন্তা করি সবচেয়ে কমন জিনিসটা দর্শকদের মাঝে তুলে ধরবো। আর আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে কমন জিনিস তুলে আনতে। এবার ঈদে নাটকটি বানালাম, হিট হলো। ‘কাজিন’ এবং ‘বই পড়া’ এই দুটি দৃশ্য ভাইরাল হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে, আমি নাটক বানালে কিছু দৃশ্য ভাইরাল হয়ে যায়। খুব অল্প সময়ে লাখ লাখ ভিউ পড়ে। এটা আমার কাছে মিরাকল মনে হয়। আমি কখনও গালমন্দ কিংবা অশ্লীল কিছুই ব্যবহার করি না। আর চরিত্রগুলো কোনো ভিনদেশি কিছু রূপকথার চরিত্রও না। আমাদের চারপাশের চরিত্র।’
Advertisement
‘নো লাইস; ট্যাটু ২’ নাটকটি নির্মাণ অমি ও তার ইউনিট করতে যেমন মজা করেছেন, তেমনি বেশ পরিশ্রম করতে হয়েছে বলে জানান। অমি বলেন, ‘এমনও দৃশ্য আছে যেটার দৃশ্যধারণ করতে গিয়ে এত হাসি পেয়েছে যে একঘণ্টা বসে আমরা হাসাহাসি করেছি, আড্ডা দিয়েছি। এরপর আবার সিরিয়াস হয়েছি শট নিয়ে। ঈদের আগে ভোর রাত পর্যন্ত কাজ করেছি। শুটিং করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম ঈদের কথা। প্রত্যেকটি শিল্পীই অনেক ত্যাগের মাধ্যমে কাজ করেছেন।’
তিনি বলেন, ‘নিশো ভাই কিছুটা অসুস্থ ছিলেন। সেজন্য কিছু সমস্যাও হয়েছে। তবে সে সময় তার সেরা কাজটি উপহার দেয়। আমার সঙ্গে উনার এত ভালো সুসম্পর্ক যে, আমরা কথা বললেই অটমেটিক সংলাপ চলে আসে। সবমিলিয়ে আমি বলবো ট্যাটু এখন শুধু একটি নাটক নয়, এটি এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য।’
‘ট্যাটু ২’ নাটকের সাফল্য অনুপ্রাণিত হয়ে এর পরে আবারো এর সিক্যুয়াল বানাবেন বলে জানান অমি। বললেন, ‘দর্শকরা আবারো কমন কিছু ভিন্ন উপস্থাপনায় পাবেন। দর্শকদের ভালোবাসা চাই, তাদের সঙ্গে নিয়ে চলতে চাই। আমি, নিশো ভাইসহ আমার পুরো ট্যাটুটিম সেখানে থাকবে।’
‘নো লাইস; ট্যাটু ২’ এবারের ঈদে প্রচার হয়েছে। নিশো ছাড়াও নাটকে অভিনয় করেছেন নাদিয়া, সিয়াম নাসির, শামীম হাসান সরকার, ইভানা প্রমুখ।
Advertisement
এনই/এলএ