জাতীয়

আজিমপুরে সংঘর্ষে আহত ব্যবসায়ীর মৃত্যু

আজিমপুরে সংঘর্ষে আহত ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর আজিমপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত লালবাগের যুবলীগ নেতা শাহাবুদ্দিন সাবু মারা গেছেন। রোববার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।গত শুক্রবার সকাল ১০টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ও হাজি সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহাবুদ্দিন সাবু মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement