অর্থনীতি

ঢাকা ফিশারিজের প্রত্যেক পরিচালককে লাখ টাকা জরিমানা

ঢাকা ফিশারিজ লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

মঙ্গলবার ৬১১তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসি জানায়, ঢাকা ফিশারিজ ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল ১৯৮৭-এর রুল ১২(৩এ) লঙ্ঘন করেছে। একইভাবে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল ১৯৮৭-এর রুল ১৩ এবং ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর জারি করা কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে।

এসব অনিয়মের কারণে ঢাকা ফিশারিজের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

Advertisement

এমএএস/জেএইচ/আইআই