খেলাধুলা

জুভেন্তাসের বিপক্ষে বার্সার প্রতিশোধের ম্যাচ আজ

জুভেন্তাসের কাছে হেরে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। এবার সেই জুভেন্তাসই আবার বার্সার সামনে। একেবারে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের পেয়ে গেলো কাতালানরা। স্বাভাবিকভাবেই ফর্মে থাকা বার্সার এখন একটাই লক্ষ্য, মধুর প্রতিশোধ।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে সবার উদ্বোধনী ম্যাচ। এমন ম্যাচের আগে বার্সা-জুভেন্তাস দু’দলই রয়েছে দারুণ ছন্দে। লা লিগায় মাত্র দু’দিন আগে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। লিওনেল মেসি হ্যাটট্রিক করে স্বস্তিতে রেখেছেন দল এবং কোচকে।

কোচ আর্নেস্তো ভালভার্দে বলেই দিয়েছেন, ‘লিওর পারফরমেন্সে আমি প্রচণ্ড খুশি। অসাধারণ খেলেছে। ওর জন্যেই চাপে থাকা ম্যাচটা সহজ হয়ে গেল।’

পিছিয়ে থাকেননি মেসির সতীর্থ লুইস সুয়ারেজও। বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের (মেসি) সঙ্গে খেলতে পারা একটা দারুণ সম্মানের ব্যাপার। বারবার দেখিয়ে দিচ্ছে, ওকে ধরা কতটা কঠিন।’

Advertisement

নেইমার চলে যাওয়ার পর কিছুটা দুর্বল হয়ে পড়েছিল বার্সা; কিন্তু সেই চাপটা কাটিয়ে দিয়েছেন ওসমানে ডেমবেলে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা এই তরুণ স্ট্রাইকারের আগের দিনই অভিষেক হয়েছিল এবং লুই সুয়ারেজকে একটা গোলের পাসও দিয়েছিলেন তিনি। ফরাসি এই স্ট্রাইকার সম্পর্কে ভালভার্দে বলেন, ‘বড় দলে খেলার উপর্যুক্ত সে। সাহসী। তার থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। যথাসাধ্য সাহায্য করব ওকে।’

জুভেন্তাসও কম যায় না। তারাও ৩-০ গোলে হারিয়েছে শিয়েভোকে। তাও আবার প্রথম একাদশের বেশ কয়েকজন তারকাকে ছাড়াই। ইতালীয় দলটির পক্ষে আশার কথা, দ্বিতীয়ার্ধে নেমে দুর্দান্ত ছন্দে ছিলেন পাওলো দিবালা। ২৩ বছরের এই তরুণের কাছেই আগেরবার থেমে গিয়েছিল বার্সার স্বপ্ন।

প্রথম পর্বে দু’গোল করে মাতিয়ে দিয়েছিলেন। শিয়েভোর বিরুদ্ধেও একটি গোল এবং একটি অ্যাসিস্ট। ম্যাচের পর তাকে নিয়ে উচ্চসিত কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তিনি বলেছেন, ‘দিবালা রোজ উন্নতি করছে। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো অবসর নেয়ার পর, নেইমারের মতোই বিশ্বসেরা হয়ে ওঠার ক্ষমতা আছে তার।’

ডিফেন্সের অন্যতম স্তম্ভ লিওনার্দো বোনুচ্চি এবারই জুভেন্তাস ছেড়ে এসি মিলানে চলে গেলেন। ফলে সেই জায়গা ভরাট করাটা চ্যালেঞ্জ জুভদের কাছে। আগের ম্যাচে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনসহ প্রথম একাদশের অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন অ্যালেগ্রি। বার্সার বিরুদ্ধে ফিরছেন তারা।

Advertisement

আইএইচএস/আইআই