রাজনীতি

ডাকসু নির্বাচন হচ্ছে না কেন, প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের

ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুই যুগ পার হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হচ্ছেনা। ডাকসু নির্বাচন বন্ধ কেন? আপনারা কি ডাকসু নির্বাচন দিলে নিজেদের ক্ষমতার সংকুলান হবে না বলে ভয়ে রয়েছেন?বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন করেন।মন্ত্রী বলেন, রাজনীতি আজ কেন অনুজ্জ্বল? এর জন্য কারা দায়ী। আজ ঢাবিসহ দেশের কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। যার কারণে জাতীয়ভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, তাহলে প্রার্থীরা নিজেদের ভুল জায়গাগুলো থেকে বের হয়ে আসতো। কারণ তারা ভোটারদের কাছে ভোট চাইতে যেতে হবে বলে ভয়ে থাকতো। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এখানেই তো গণতন্ত্র অনুপস্থিত।সম্মেলনে আওয়ামী লীগের এই নেতা ছাত্রলীগকে ঠিক সময়ে সম্মেলন দেয়ার তাগিদ দিয়ে বলেন, সঠিক সময়ে সম্মেলনের আয়োজন করার জন্য আমি ছাত্রলীগের প্রতি আহ্বান জানাবো। তাহলে নতুন নেতৃত্ব উঠে আসবে।এসময় তিনি ঢাকা মহানগর সম্মেলনের পরপরই কমিটি ঘোষণার চেষ্টা করতে ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানান।ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।এমএইচ/এসআরজে

Advertisement