ভ্রমণ

ঢাকার কাছেই তামান্না ওয়ার্ল্ড

ঢাকার কাছেই গড়ে উঠেছে অনেক বিনোদনকেন্দ্র। তারমধ্যে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। নগরবাসীর ভ্রমণ চাহিদা মেটাতে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এ পার্ক ভ্রমণপিপাসুর তৃষ্ণা মেটায়।

Advertisement

অবস্থানঢাকার শাহ আলী মাজার থেকে বেশ কিছুদূরে মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকায় গড়ে উঠেছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক।

যাত্রা শুরুপার্কটি প্রায় এক দশক আগে যাত্রা শুরু করলেও তখন খুব কম পরিসরে এর কার্যক্রম শুরু হয়। তবে বর্তমানে পার্কটি পরিসর বৃদ্ধি করেছে কয়েকগুণ।

আরও পড়ুন : জল ও জঙ্গলের কাব্য : সবুজে দু’দণ্ড স্বস্তি

Advertisement

বৈশিষ্ট্যএই ফ্যামিলি পার্কে ওয়ান্ডার হুইল, হানিসুইং, বৈদ্যুতিক মিনি ট্রেন, সোয়ান অ্যাডভেঞ্চার, সুইমিংপুল, টুইস্টারম, প্যারাট্রুপার, রোলার কোস্টার, নার্সারি, প্যাডেল বোট ও কিডস রাইড ইত্যাদি রয়েছে।

সুবিধাএখানে পিকনিক বা জন্মদিনসহ যেকোন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন : ঘুরে আসুন ঢাকার প্রাচীন মসজিদ : শেষ পর্ব

প্যাকেজপার্কের প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা। প্রতিটি রাইডের মূল্য জনপ্রতি ৪০-৬০ টাকা। এছাড়া পার্কে প্রবেশ, আটটি রাইড, নাশতাসহ জনপ্রতি ৩০০ টাকার একটি প্যাকেজ আছে।

Advertisement

যেভাবে যাবেনমিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড কিংবা মাজার রোড নেমে রিকশায় তামান্না পার্কে যাওয়া যায়।

এসইউ/এমএস