জাতীয়

নিরাপদ নৌপথ নিশ্চিতে মোবাইল কোর্ট : নৌমন্ত্রী

নিরাপদ নৌপথ নিশ্চিত করতে নদী কেন্দ্রিক ৪৭টি জেলায় অবৈধ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, নৌপথে নিরাপদ নৌ-চলাচলের স্বার্থে বিআইডব্লিউটিএ এরইমধ্যে বয়া, বাতি, মার্কা, বিকনসহ পর্যাপ্ত নৌ-সহায়ক যন্ত্রপাতি স্থাপন করেছে। খারাপ আবহাওয়া হলে তাৎক্ষনিক মোবাইলের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হচ্ছে। নৌ দূর্ঘটনা হলে তাৎক্ষনিক যাত্রীদের জীবনরক্ষা করা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়, নৌ-বাহিনী, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স, নৌ পুলিশ, সমুদ্র পরিবহণ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের সমন্বয়ে একটি গঠন করা হয়েছে। কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে। এসব ব্যবস্থা গ্রহণের ফলে আগের তুলনায় নৌ দুর্ঘটনা কমেছে।বেগম ফজিলাতুন্নেছা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌ-পথে ভ্রমনের ক্ষেত্রে স্টীমারে বর্তমানে নারী, অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের বসার জন্য বিশেষ কোন ব্যবস্থা নেই। তবে শিশু, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভ্রমনকালে বিশেষ সুবিধা দেয়ার পরিকল্পনা রয়েছে। আগামীতে নির্মানাধীন জাহাজগুলোতে এসব সুবিধা রাখা হবে। প্রতিবন্ধীদের জন্য জাহাজে লিফ্টের ব্যবস্থাও রাখা হবে।রহিম উল্লাহ`র এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, সরকার নৌ পথসমূহে নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় ৫৩টি রুটে এবং অপর একটি প্রকল্পের আওতায় ১২টি গুরুত্বপূর্ণ রুটে ড্রেজিং কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় প্রথমধাপে ২৪টি নৌরুটে বর্তমানে ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে।হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্যালা নদীর বিকল্প নৌ-রুট হিসেবে মংলা-ঘষিয়াখালী ক্যানেলে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। গত ৬ মে ক্যানেলটি পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয়েছে। অবশিষ্ট ড্রেজিং কার্যক্রম শেষ করে জুলাই মাসে চালু করা হবে।এইচএস/আরএস/পিআর

Advertisement