ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে কম জলঘোলা হয়নি। মাহমুদউল্লাহর শেষ পর্যন্ত খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। দলেই ছিলেন না তিনি। যে কারণে উড়ে গিয়েছিলেন ক্যারিবীয় সাগর তীরের দেশ ওয়েস্ট ইন্ডিজে। খেলেছেন ক্যারবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেখান থেকে গতকালই (রোববার) দেশে ফিরেছেন তিনি। আর আজ (সোমবার) পেলেন সুসংবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে রয়েছেন তিনি।
Advertisement
অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়ার কারণ হিসেবে তখন বলা হয়েছিল, টেস্টে পড়তি ফর্ম। যদিও টেস্ট অভিজ্ঞতা একবারে কমও নয় এই টাইগার ব্যাটসম্যানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এই টপঅর্ডার ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ৩৩টি ম্যাচ। রান করেছেন ১৩ হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিসহ ১৮০৯ রান। গড় ৩০.১৫ করে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ
দক্ষিণ আফ্রিকা সিরিজের গতিময় উইকেটে মাহমুদউল্লাহর ব্যাটিংটা কাজে দেবে বলেই মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ কারণেই তাকে আবারও ফেরানো হয়েছে টেস্ট দলে। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘দলে মাহমুদউল্লাহকে আমরা অন্তর্ভুক্ত করেছি। কারণ, আমরা চিন্তা করেছি যে, বিদেশে- যেখানে বাউন্সি উইকেট, দ্রুত বল ব্যাটে আসে এমন জায়গায় সে ভালো ব্যাটিং করতে পারে।’
Advertisement
সাকিব না থাকার কারণেই মূলতঃ মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও জানান নান্নু। তিনি বলেন, ‘সে একজন সিনিয়র এবং অভিজ্ঞ ব্যাটসম্যান। যেহেতু সাকিব নাই। এই চিন্তা করে তাকে দলে রাখা হয়েছে। এটাই আমাদের বেস্ট পসিবল স্কোয়াড, এটা নিয়েই আমাদের খেলতে হবে।’
এমএএন/আইএইচএস/আইআই