খেলাধুলা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিসিবির ২ কোটি টাকার চেক

বিসিবি পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে, এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল। সব জমকালো, বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এবং চাকচিক্য বাদ দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তের পর ইতোমধ্যেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। উত্তরাঞ্চলে গিয়ে ত্রাণও বিতরণ করেছে তারা।

Advertisement

শুধু ত্রাণ বিতরণই নয়, বন্যা পরবর্তী পুনর্গঠন কাজেও সহায়তার উদ্যোগ নিয়েছে তারা। সে লক্ষ্যে ঘোষণা দিয়েছিল, বিপিএলের আয়োজন থেকে ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে।

অবশেষে সে সিদ্ধান্তের বাস্তবরূপ দেয়া হলো আজ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২ কোটি টাকার চেক জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গিয়ে তার হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয় এবং প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনসহ বোর্ডের শীর্ষ পরিচালকদের প্রায় সবাই।

Advertisement

এআরবি/আইএইচএস/এমএস