জাতীয়

দারুসসালামে পটুয়াখালীর যুবকের কঙ্গাল উদ্ধার : গ্রেফতার ২

ঢাকায় বেড়াতে এসে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কঙ্গাল মিলেছে আবুল বাশার নামের এক যুবকের। আবুল বাশারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর দারুসসালাম থানাধীন বেড়িবাঁধ এলাকার ছনের ক্ষেত (বন) এলাকা থেকে তার কঙ্গাল উদ্ধার করে দারুসসালাম থানা পুলিশ।এঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দারুসসালাম থানাধীন বাগবাড়ী ও গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে দারুস সালাম থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, মো. শহীদুল ইসলাম ওরফে ভুট্ট ও মো. রাকিবুল হাসান ওরফে রকি। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য অনুযায়ী নিহত আবুল বাশারের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, আটককৃতরা গত ১৭ ফেব্রুয়ারি রাতে অনুমানিক ৮টা ৩০ মিনিটে গাবতলী সিটি কলোনী গলি নং-১৫, দারুস সালাম থানাধীন দ্বীপনগরস্থ প্রস্তাবিত কাঁচাবাজার এর ভেতরে পূর্ব দক্ষিণ কোণের ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে খুন করে। পরে বাশারের মৃতদেহ কাঁচা মালের প্রজেক্ট এর পরিত্যাক্ত বাথরুমের ভেতরে লুকিয়ে রাখে।এঘটনায় অভিযোগ ও মামলার ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে খুনের ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করে পুলিশ।খুনের ঘটনায় গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি আরো জানান, পারিবারিকভাবে অর্থের লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে বাশারকে খুন করা হয়।জেইউ/এসএইচএস/আরআই

Advertisement