খেলাধুলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সাকিব

দিনব্যাপী ক্রিকেট কর্মশালায় অংশ নিতে আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার বিকেলে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে জনপ্রশাসন জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান।

Advertisement

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের খেলা মাঠে আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) এ ক্রিকেট কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন। এ কর্মশালায় উপস্থিত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের নিজের ক্রিকেট অভিজ্ঞতাসহ বিভিন্ন তথ্য দেবেন সাকিব আল হাসান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক রাশেক রহমান।

এ সময় বিভাগটির শিক্ষক জুবায়ের ইবনে তাহের, আসাদুজ্জামান মন্ডল, সাব্বির আহমেদ চৌধুরী এবং সামান্থা তামরিনসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিকে, ক্রিকেট আইকন সাকিব আল হাসানের আগমন উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের বেরোবির শিক্ষার্থীসহ রংপুরবাসীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। কথা বললে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ড. শফিক আশরাফ জাগো নিউজকে বলেন, ক্রিকেট আইকন সাকিব আল হাসানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সজীব হোসাইন/এমআর/আরআইপি