দেশজুড়ে

রাজাপুরে অবশেষে নৌকার জয়

অবশেষে ভোলার ১ নং রাজাপুর ইউনিয়নে নির্বাচন শেষে হওয়ার দীর্ঘ দেড় বছর পর নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান খানকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

Advertisement

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মো. মিজানুর রহমান রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করেন। জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি সংশোধনী গেজেটের মাধ্যমে ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মো. মিজানুর রহমান খানের নাম ঘোষণা করেন।

Advertisement

এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার রাজাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমানকে ৯৩ ভোটে পরাজিত করে আনারস প্রতীকের প্রার্থী মো. রেজাউল হক মিঠু চৌধুরী বিজয় হয়।

পরে ইউনিয়নটির ৪, ৫ ও ৬ নং কেন্দ্রের ভোট পুনরায় গণনার আবেদন জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান খান। নির্বাচনী ট্রাইব্যুনাল সকল কিছু পর্যালোচনা করে সর্বশেষ মিজানুর রহমান খানকে ৭৭ ভোটে বিজয়ী ঘোষণা দেয়।

এএম/আরআইপি

Advertisement