ধর্ম

অসুস্থতায় যে দোয়া পড়বেন

দুনিয়াতে মানুষ অনেক রোগেই ভোগে। এমন কিছু রোগ বা অসুস্থতা রয়েছে যা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার জন্য দিয়ে থাকেন।

Advertisement

আবার এমন কিছু রোগ আছে যা আল্লাহর পক্ষ থেকে আজাব-গজবের ইঙ্গিত বহন করে। এ সব রোগ-ব্যাধি বা অসুস্থতা থেকে হেফাজত থাকতে রয়েছে গুরুত্বপূর্ণ দোয়া ও আমল।

যে ব্যক্তি কুষ্ঠ, অন্ধত্ব ও পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত, তাদের জন্য কিছু আমল ও দোয়া তুলে ধরা হলো-

>> যে ব্যক্তি ফজরের নামাজের পর এ তাসবিহ তিনবার পড়বে; সে উক্ত রোগগুলো থেকে মুক্ত থাকবে। তাসবিহ হলো-سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ উচ্চারণ : ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি।’

Advertisement

অতঃপর এ দোয়াটি একবার পড়বে-اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ، وَأَفِضْ عَلَىَّ مِنْ فَضْلِكَ، وَانْشُرْ عَلَىَّ رَحْمَتَكَ، وَأَنْزِلْ عَلَىَّ مِنْ بَرَكَاتِكَউচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিমমা ইনদাকা ওয়া আফিজ আলাইয়া মিন ফাদলিকা ওয়ানছুর আলাইয়া রহমাতাকা ওয়ানজিল আলাইয়া বারকাতাকা।

অর্থ : হে আল্লাহ! তোমর কাছে যা আছে আমি তাই তোমার কাছে চাই। তোমার অনুগ্রহের একটু ধারা আমার দিকে প্রবাহিত করো এবং তোমার রহমতের একটু বারি আমার উপর বর্ষণ করো আর তোমার বরকতসমূহ থেকে একটুখানি আমার প্রতি নাজিল করো।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরোক্ত আমল ও দোয়ার মাধ্যমে উল্লেখিত রোগ-ব্যধিসহ যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করুন। আমিন।

এমএমএস/পিআর

Advertisement