খেলাধুলা

ওরা ভালো করতে পারলে আমরাও পারব : রাব্বি

অস্ট্রেলিয়া সিরিজ শেষ। ঘরের মাঠে এই সিরিজ শুরুর আগে আলোচনার মূল কেন্দ্রে ছিল, উইকেট কেমন হবে এবং বোলিং কৌশল কী হবে। সাধারণত উপমহাদেশের উইকেট যেমন হয়, স্লো-লো এবং স্পিনিং- তেমন উইকেটই হওয়ার সম্ভাবনা বেশি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে সম্পূর্ণ ভিন্ন উইকেট পেতে যাচ্ছে টাইগাররা। বাউন্সি উইকেট হবার সম্ভাবনাই বেশি। আর তা হলে পেসার রাব্বি মনে করেন ওই উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলাররা ভালো করলে বাংলাদেশও করবে।

Advertisement

আজ (শনিবার) অনুশীলন শেষ বিসিবির ইনডোরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাব্বি বলেন, ‘মনে করেন, বাংলাদেশ এখন বিশ্বের যে কোন টিমকে হারানোর ক্ষমতা রাখে। আমরা এখন বিশ্বের যে কোনো টিমের সঙ্গে লড়তে পারি। ওদের উইকেটটা একটু আলাদা। আমাদের এখানে অত বেশি বাউন্স থাকে না। বাউন্সি উইকেটে সাকিব ভাই কিন্তু ২০০ করেছেন। মুশফিক ভাইয়েরও ভালো করার অভিজ্ঞতা আছে। আমাদের কাছে বাউন্সি উইকেটও কিছু না। ওদের বোলাররা যদি ভালো করতে পারে আমরাও পারবো।’

তবে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেসারদেরও ভালো করার তাগিদ দেন। তিনি বলেন, ‘সাউথ আফ্রিকার মতো দেশে পেসাররা ভালো করে। আমাদের এখানে স্পিনাররা তাদের দায়িত্ব পালন করেছে বলেই আমরা জয় পেয়েছি। আর দেশের বাইরে গেলে আমাদের ওপর অনেক বেশি চ্যালেঞ্জ থাকে। যে পেসাররা ওখানে খেলবে তাদের ব্যাপারটা মাথায় নিয়ে নিতে হবে। স্পিনাররা দেশের মাটিতে ভালো করেছে, পেসারদের বিদেশে ভালো করতে হবে।’

তবে রাব্বি মনে করেন, ‘যিনি ভালো খেলেন তিনি সব জায়গাতেই ভালো খেলেন। তার মতে, 'ওখানের উইকেটে একটু বাউন্স থাকবে, একটু বেশি গতি থাকবে। অন্যকিছু প্রায় একই। যে বল ঘুরাতে পারে, সে সব জায়গায় পারবে। যে ব্যাট করতে পারে, সব জায়গায় পারবে।’

Advertisement

অস্ট্রেলিয়া সিরিজে দলের বাইরে থাকলেও অনুশীলনের ভেতরেই ছিলেন বলে রাব্বি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘যারা দলের বাইরে ছিল, তারা যেন অনুশীলনের ভেতর থাকে সে ব্যবস্থা করা ছিল। অনুশীলনে যেন কোনও গাফিলতি না হয়, সেভাবে আমরা কাজ করেছি।’

এমএএন/এমআর/আরআইপি