জাতীয়

বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক পরিদর্শন করলেন স্পিকার

সংসদ ভবনে স্থাপিত বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার তিনি ওই হেল্প ডেস্ক পরিদর্শন করেন।জাতীয় সংসদে ২০১৫-১৬ বাজেট উপলক্ষে ‘বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট’ নামে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।পরিদর্শনকালে স্পিকার বলেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ইতোমধ্যে সংসদে উপস্থাপিত হয়েছে। বুধবার থেকে সংসদে এ বাজেট নিয়ে আলোচনা হবে। সংসদে স্থাপিত এই হেল্প ডেস্কটির মাধ্যমে বাজেট সম্পর্কে বিভিন্ন বিষয়ে তথ্য গ্রহণ করে সংসদ সদস্যসহ অনেকেই উপকৃত হবে এবং বাজেট আলোচনাও প্রাণবন্ত হবে।পরিদর্শনকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।একে/বিএ

Advertisement