ক্যাম্পাস

ঢাবিতে ডিপ্লোমা ইন ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্স চালু

এসিসিএ বাংলাদেশের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে ‘ডিপ্লোমা ইন ট্যাক্স ম্যানেজমেন্ট’ কোর্স চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কোর্স উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিসিএ’র আঞ্চলিক পরিচালক স্টুয়ার্ট ডানলপ, এনবিআর-এর সদস্য মো. আব্দুর রাজ্জাক এবং এসিসিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মহুয়া রশীদ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আয়কর বিষয়ে জন-সচেতনতা সৃষ্টিতে সামাজিক দূত হিসাবে কাজ করার জন্য ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আয়কর ব্যবস্থাকে সরকারের সামাজিক যোগাযোগের একটি অংশ হিসাবে অভিহিত করেন।তিনি বলেন, সুষ্ঠু কর নির্ধারণী নীতি মানুষের জীবনযাত্রার চাহিদা মিটিয়ে সমাজকে শক্তিশালী এবং সমাজের বিভিন্ন অংশের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে পারে। এই ডিপ্লোমা কোর্স কার্যকর কর প্রদান সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ আয়কর কর্মী হিসাবে গড়ে ওঠার পাশাপাশি ডিপ্লোমাধারীরা দক্ষ সমাজ উন্নয়নকর্মী হিসাবেও নিজেদের গড়ে তুলবে।এমএইচ/এসএইচএস/আরআই

Advertisement