জাতীয়

বিএসএমএমইউ’র ক্যান্টিন পরিচালনার দরপত্র আহ্বানে কমিটি গঠন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিএসসি ক্যান্টিন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দরপত্র আহ্বানে হাসপাতাল পরিচালককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- ডেন্টাল অনুষদের ডীন ও একজন নিউট্রিশনিস্ট।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার কেন্টিনের ফ্রিজে পঁচাবাসী মুরগী সংরক্ষণকালে হাতেনাতে ধরা পরায় চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, নগদ টাকা দিয়ে কেন পচাবাসী খাবার খেতে হবে? দ্রুত এ সমস্যার সমাধানের পাশাপাশি পঁচাবাসী মাংস সংরক্ষণকারী কেন্টিন মালিককেও অব্যাহত প্রদানের জোর দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে কেন্টিন পরিচালনাকারীদের অব্যাহতি দিয়ে কেন্টিন বন্ধ রাখার নির্দেশ দেন। আপাতত অধ্যাপকদের কেন্টিন পরিচালক জনৈক আলীকে টিএসসি কেন্টিন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল জানান, অনাকাঙ্খিত ওই ঘটনা নিয়ে কয়েকজন সিনিয়র কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে টিএসসি কেন্টিনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য টেন্ডারের মাধ্যমে কেন্টিন পরিচালনাকারী নিয়োগের সিদ্ধান্ত হয়। টেন্ডারে কী কী বিষয় অর্ন্তভুক্ত করা হবে তা ঠিক করতে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসক জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতি তাদের কোনো অভিযোগ নেই। তারা শুধু স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা চান। তারা বলেন, ‘নগদ টাকা খরচ করে পঁচাবাসী খাবার কেন খাব?’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খাবারের সময় কয়েকজন চিকিৎসক কেন্টিনের একজন বেয়ারাকে পেছনের দরজা দিয়ে বস্তায় কিছু একটা নিয়ে রান্নাঘরে প্রবেশ করতে দেখেন। এ সময় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে চিকিৎসকরা খাওয়া বন্ধ রাখতে বাধ্য হন। কারও কারও বমির উদ্রেকও হয়।

কেন্টিন সুপারভাইজার জাহিদের কাছে বস্তায় কী রয়েছে চিকিৎসকরা জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার অপচেষ্টা করেন। তবে কয়েকজন চিকিৎসক কেন্টিনের ভেতরে প্রবেশ করে দেখতে পান, কর্মচারীরা বস্তা থেকে মুরগি নামিয়ে ফ্রিজে রাখছেন। সেখান থেকেই এ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান এবং পঁচা মুরগির মাংস ফেলে দেয়ার পাশাপাশি ঘটনা তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কেন্টিনটি বন্ধ রাখার নির্দেশ দেন।

Advertisement

এমইউ/আরএস/এমএস