মাথায় ফুটবল নিয়ে নানা কসরত দেখিয়ে গিনেস বুকে ৩টি ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারী মাগুরার সন্তান আব্দুল হালিমের একটাই ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা।
Advertisement
জাগো নিউজের সঙ্গে আলাপকালে হালিম জানান, ফুটবল মাথায় রেখে ২০১৭ সালে বাইসাইকেল চালিয়ে ১৩.৭৪ কিলোমিটার পথ অতিক্রম করে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। এর আগে স্কেটিং সু পায়ে ২০১৫ সালে ফুটবল মাথায় নিয়ে ২৭.৬৬ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম ১০০ মিটার পথ অতিক্রম করে আরেকটি রেকর্ড ঘরে আনেন।
এছাড়া ২০১১ সালে ফুটবল মাথায় নিয়ে ২ ঘণ্টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড সময়ের মধ্যে ১৫.২ কিলোমিটার পথ হেঁটে তিনি গিনেস বুকে অতীতের রেকর্ড ভাঙেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড জয়ী হালিম জাগো নিউজকে বলেন, গিনেস বুক অফ ওয়ার্ড রেকর্ড অর্জন দেশের জন্য সুনাম বয়ে আনলেও আর্থিক ভাবে লাভবান হওয়া যায় না। শুধুমাত্র দেশের মুখ উজ্জল করার লক্ষ্যেই তিনি বেশি বেশি পরিশ্রম করে যাচ্ছেন। এ কসরতের বিষয়ে স্পন্সর ও জাতীয় পর্যায়ে স্বীকৃতির দাবি জানান তিনি।
Advertisement
আব্দুল হালিমের বাড়ি জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে। ওই গ্রামের সানাউল্লা পাটয়ারীর ছেলে তিনি।
আরাফাত হোসেন/এফএ/এমএস