রাজনীতি

বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের আহ্বান

নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে বাসদের কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়।

Advertisement

দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় নেতারা বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে বিইআরসি'র গণশুনানি করার কথা রয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর বদলে কমানোর জন্য বিইআরসি'র এই গণশুনানি করা উচিত। অন্যথায় প্রতিবারের মত এবারও গণশুনানি 'গণপ্রতারণা' হিসেবে গণ্য হবে।

বিদ্যুতের দাম বাড়ানোর অপতৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Advertisement

দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন।

এফএইচএস/জেএইচ/আইআই