খেলাধুলা

হারের জন্য টপঅর্ডারের ব্যাটিংকে দুষলেন পাপন

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার এসেছে এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। উইকেটকে দোষ দেয়া যাচ্ছে না। একই উইকেটে অস্ট্রেলিয়া অসাধারণ ব্যাটিং করেছে আর সেই উইকেটেই ব্যাটিং বিপর্যয় হয়েছে বাংলাদেশের। আর আজ (শুক্রবার) দুপুরে বিসিবি বস পাপন নিজ বাস ভবনে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাটিংটাকেই হারের প্রথম কারণ হিসেবে বললেন।

Advertisement

হারের প্রধান কারণ হিসেবে টপঅর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে পাপন বলেন, ‘আমি ওত বড় এক্সপার্ট না, তবুও যদি আমাকে জিজ্ঞেস করা হয় তবে আমি বলবো, চট্টগ্রামে আমাদের হারার প্রথম কারণটাই হচ্ছে ব্যাটিং। টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে চট্টগ্রাম টেস্টে তামিম-সাকিবের মত ব্যাটসম্যানরাও রান পায়নি, এটা একটা কারণ আর টপ অর্ডার টোটাল ফেইল দুই ইনিংসেই। এটাই আমাদেরকে ওদের কাছ থেকে পিছিয়ে দিয়েছে।’

পাপন মনে করেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা যদি আরও কিছু রান করতে পারতো তবে ফলাফল অন্যরকমও হতে পারতো। তিনি বলেন, ‘আমি টিভিতে দেখছিলাম, মুশফিক বলছিল ফাস্ট ইনিংসে আমাদের লিডটা আরও বেশি হওয়া দরকার ছিল। আমরা নাকি ঠিকভাবে পিচের কন্ডিশনটা কাজে লাগাতে পারিনি। ওখানে টপ অর্ডারে যদি কিছু রান করে দিয়ে যেত তবে রেজাল্টটা অন্য রকম হতো।’

ব্যাটিং ব্যার্থতার পাশাপাশি বাজে ফিল্ডিংকেও দায়ী করেন বিসিবি বস। তার মতে, ‘ব্যাটিং ব্যর্থতা ছাড়াও আমদের পরাজয়ের অন্যতম কারণ ছিল ফিল্ডিং মিস। আমাদের ফিন্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। বড় দলগুলোর সঙ্গে বেশি সুযোগ পাওয়া যায় না, আর সহজ সুযোগগুলো মিস করলে পিছিয়ে যেতে হয়। আমাদের ফিল্ডাররা সহজ সহজ ক্যাস মিস করে, কঠিন কঠিন ক্যাচ ধরে।’ তবে লিওনের প্রসংশা করতেও ভুল করেননি বিসিবি প্রধান। তিনি বলেন, ‘ওদের যে লিওন, সে অসাধারণ বল করেছে। ব্যাটিং ছাড়াও হারার অন্যতম কারণ লিওন। কারণ, শুধু দ্বিতীয় ইনিংসেই না প্রথম ইনিংসের ফ্ল্যাড উইকেটেই সে যে বল করেছে তাতেও আমাদের খেলোয়াড়দের পরাস্ত করেছে।’

Advertisement

এমএএন/এমআর/আইআই