মেক্সিকোতে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ছয়জন নিহত হয়েছে। এছাড়া গুয়েতেমালাতে আরও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেছেন।
Advertisement
মেক্সিকোতে নিহত ছয়জনের মধ্যে চারজনই ছিয়াপাস রাজ্যের; অন্য দু'জন টাবাসকো রাজ্যে নিহত হন। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মেক্সিকোর দক্ষিণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুয়েতেমালার পশ্চিম এলাকাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু আগে রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
Advertisement
বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়, শক্তিশালী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকো উপকূলের পিজিজিয়াপান শহর থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে; ভূমির ২০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতার কারণে মেক্সিকো ছাড়াও পাশের গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পে মেক্সিকো সিটির বিভিন্ন এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে ও রাস্তায় বেরিয়ে আসে।
পরে মেক্সিকোর ১১ টি রাজ্যের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। মেক্সিকোর রাজধানীতে কিছু জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে। তবে সেসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Advertisement
তবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে কোনো রকম সতর্কতা জারি করা হয়নি।
সূত্র : বিবিসি
কেএ/আইআই