অর্থনীতি

বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি

অর্থনৈতিক সূচকে ক্রমেই উন্নতির পথে হাঁটা বাংলাদেশ মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

Advertisement

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের ৪৭ বছরের মাথায় এসেই মাথাপিছু জিডিপিতে এগিয়ে গেছে বাংলাদেশ।

গত মাসেই বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে ছাড়িয়ে যায় বলে ৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘দ্য ইকোনমিস্ট’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাজার বিনিময় হার হিসেবে ডলার মূল্যমানের দিক দিয়ে গত অর্থবছরের (গত জুনের ৩০ তারিখে শেষ হওয়া) হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১৫৩৮ মার্কিন ডলার। যেখানে একই সময়ে পাকিস্তানের জিপিডি ১৪৭০ মার্কিন ডলার।

Advertisement

গত ২৫ আগস্ট পাকিস্তান তার সর্বশেষ শুমারির প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, দেশটির জনসংখ্যা বর্তমানে ২০ কোটি ৭৮ লাখের মতো। যা আগের শুমারির চেয়ে ৯০ লাখ বেশি। এছাড়া এ জনসংখ্যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম।

আগের চেয়ে পণ্যমূল্য কমায় বাংলাদেশের তুলনায় পাকিস্তানে ডলারের মান বেড়েছে। ফলে ১৪৭০ মার্কিন ডলার মাথাপিছু জিডিপি হলেও পাকিস্তানিদের ক্রয় ক্ষমতা বেড়েছে।

এদিকে, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিও উল্লেখ করার মতো। গত ১০ বছরে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি গড় ছিল ৬ শতাংশ; সর্বশেষ ২ বছরে এটা বেড়ে হয়েছে ৭ শতাংশেরও বেশি।

তবে ৭১ সালে দেশের জন্মলগ্নে জিডিপিতে শিল্পায়নের অবদান ছিল মাত্র ৬-৭ শতাংশ। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্পায়নের অবদান ২৯ শতাংশ।

Advertisement

এদিকে, একটা সময় তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দিলেও এখন ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এখন ভারত ও পাকিস্তানের চেয়েও বেশি তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশ।

এসআর/এমএস