খেলাধুলা

অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পথমেই পাঁচজন বাঁ-হাতি ব্যাটসম্যান খেলিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে বাংলাদেশ দল। বিতর্ক আরও বেশি তৈরি হয় যখন, পাঁচ বাঁ-হাতি ব্যাটসম্যান ব্যর্থ হবার পর ডানহাতি দুই ব্যাটসম্যান সফল হয়।

Advertisement

তবে দ্বিতীয় ইনিংসে আগের ব্যাটিং অর্ডার রাখেনি বাংলাদেশ। টপ অর্ডারের তিন বাঁ-হাতি ব্যাটসম্যান (তামিম, সৌম্য ও ইমরুল) আউট হওয়ার পরই মিডেল অর্ডারের নাসির হোসেনকে নামানো হয়। আর প্রথম ইনিংসে চারে খেলা মুমিনুলকে নিয়ে যাওয়া হয় আটে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এই ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের সম্মুখীন হয় টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহীম।

ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে বলতে গিয়ে মুশফিক দাবি করেন, অজিদের সমস্যায় ফেলতেই এই কম্বিনেশন তৈরি করা হয়েছিল। তার মতে, ‘সাকিব সব সময় পাঁচ নম্বরে খেলে। নম্বর তিনে মুমিনুল অনেকবার খেলেছে, আমাদের উপরে তিনজন ওপেনার আছে! এই কারণে ওই জায়গাটা পরিবর্তন করাটা একটু কঠিন হয়ে যায়। আমরা চিন্তা করেছিলাম মাঝখানে যদি একজন ডানহাতি ব্যাটসম্যান (নাসির) যায় তাহলে ওদেরকে (অস্ট্রেলিয়া) একটু সমস্যা ফেলা সম্ভব হবে।’

বাংলাদেশ দলে চার নম্বরে বিশেষজ্ঞ কোনো ব্যাটসম্যান নেই বলেও স্বীকার করেছেন টাইগার দলপতি। তিনি জানান, ‘যদি খেয়াল করে দেখেন গত কয়েক টেস্টে নম্বর চারে এখনও আমাদের বিশেষজ্ঞ ওইরকম কোনো ব্যাটসম্যান নেই। সাব্বির বেশকিছু ম্যাচ ওখানে খেলেছে। আমরা যতটুকু ওই পজিশন ওর কাছ থেকে আশা করেছিলাম ততটুকু আমরা পাচ্ছিলাম না। শেষ ইনিংসে সাব্বির নম্বর সেভেনে খেলে ভালো একটা রান করেছে। ভাবছিলাম অ্যাটলিস্ট ও (সাব্বির) যেখানে আছে সেখানে থাকুক।’

Advertisement

প্রথম ইনিংসে বাঁ-হাতিদের জন্য উইকেট কঠিন ছিল না বলেই ব্যাটিং অর্ডারে পরবর্তন করা হয়নি বলে তিনি জানান। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা বলতে পারেন প্রথম ইনিংসে কেন গেল না! প্রথম ইনিংসে উইকেটে এতটা কঠিন ছিল না, যেটা কি না বাঁ-হাতি ব্যাটসম্যানদের জন্য সমস্যার কারণ হতে পারে। প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা এমন কোনো বলে আউট হয়নি, যার জন্য বোলাররা কৃতিত্ব পেতে পারে। সব কিন্তু আমরা সোজা বলগুলো মিস করেছি। মূলত এটা চিন্তা করেই দ্বিতীয় ইনিংসে ডানহাতি-বামহাতি কম্বিনেশন দাঁড় করাতে চেয়েছিলাম।’

মুমিনুলের অফস্পিনে দুর্বলতা নেই বলেও নিশ্চত করেছেন অধিনায়ক। তার মতে, ‘অনেক হয়তো ভাবে মুমিনুল অফস্পিনার খেলতে পারে না। কিন্তু বিশ্বের অন্যতম সেরা অফস্পিনারের বল খেলে দেখিয়ে দিয়েছে মুমিনুল। ভবিষ্যতে আমরা চিন্তা করব এই টেস্টের আউটকামগুলো মাথায় রেখে কম্বিনেশন তৈরি করতে।’

এআরবি/এমএএন/বিএ

Advertisement