খেলাধুলা

লিওনকে জয়ের ক্রেডিট দিলেন স্মিথ

চট্টগ্রাম টেস্টের অস্ট্রেলিয়া জয়ের পুরো ক্রেডিট দেয়া যায় ওপেনার ডেভিড ওয়ার্নার ও নাথান লিওনকে। ওয়ার্নারের চেয়েও ভয়ংকর ছিল অফ স্পিনার লিওন। একাই নিয়েছেন ১৩টি উইকেট। গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও। আর দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাই ম্যাচ জয়ের পুরো কৃতিত্বটাও তাই অধিনায়ক স্মিথ দিলেন লিওনকেই।

Advertisement

জয়ের ব্যাপারে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, 'অবশ্যই স্বস্তি লাগছে। লিওনের হাত ধরেই আমাদের এই জয়টি এসেছে। আমাদের সব বোলারদের মধ্যে লিওনই ব্যতিক্রম ছিল, দারুণ পারফর্ম করেছে সে। লিওন আমাদের জন্য বাড়তি এক শক্তি হিসেবে কাজ করেছে।'

বাংলাদেশ পুরো সিরিজেই ভালো খেলেছেন বলে মনে করেন অসি দলপতি। তার মতে ,'তবে সত্যি কথা বলতে আমরা ঢাকায় প্রথম ম্যাচটি হেরে হতাশ ছিলাম। তবে এজন্য আমি বাংলাদেশকেই ক্রেডিট দিচ্ছি। কেননা ওরা ম্যাচতো বটেই পুরো সিরিজেই ভালো খেলেছে।'

পরিকল্পনা মত খেলতে পারাতেই জয় পেয়েছেন বলেও মনে করেন স্মিথ। তবে ২-০ তে জিততে না পারার আক্ষেপও রয়েছে তার মধ্যে। তিনি বলেন, 'প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসের উইকেট ভালো ছিল। আমাদের পরিকল্পনা ছিল নতুন বলে লাইন ও লেন্থ ঠিক রেখে ঠিক জায়গায় ফেলা। যা আমরা পেরেছি। তবে আমরা ২-০ তে জিততে পারলে ভালো হতো।'

Advertisement

এমএএন/এমআর/জেআইএম