অর্থনীতি

ঊর্ধ্বমূখী বাজারে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর

টানা দুই দিন দর পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। দিনশেষে উভয় পুঁজিবাজারে বেড়েছে সব ধরণের সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমান। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি টাকা।এ দিন মোট ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০১ পয়েন্টে অবস্থান করছে। এ দিন মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৪ লাখ টাকা।এসআই/আরএস/আরআই

Advertisement