খেলাধুলা

টার্গেট কত : ‘ডিফিকাল্ট প্রশ্ন’

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ছিল মোস্তাফিজুর রহমানের। এর বেশ কয়েকটা কারণ আছে। একে তো ছিল তার জন্মদিন। তারপর প্রথম টেস্টে উইকেটশূন্য থাকলেও উইকেটের দেখা পেয়েছেন চট্টগ্রামে এসে। তুলে নিয়েছেন তিনটি উইকেট। ফিরিয়েছেন এই টেস্টের এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে। মিরাজ তিনটি উইকেট পেলেও আজকের দিনটি ছিল মোস্তাফিজেরই। ফলে দিন শেষে মিডিয়ার মুখোমুখি হতে আসেন মোস্তাফিজই।

Advertisement

তবে সংবাদ সম্মেলনে সেই পুরানো মোস্তাফিজকেই দেখা গেলো। স্বতস্ফুর্ত কোনো ভাব নেই। হাসি-খুশিও নন। সাংবাদিকদের সব প্রশ্নের কাটখোট্টা জবাব দিচ্ছিলেন। কখনও কোনো প্রশ্নের উত্তর এক শব্দে কিংবা দু’তিন শব্দে দিচ্ছিলেন। সংবাদ সম্মেলনের মাঝেই দেখালেন ব্যস্ততা।

মোস্তাফিজকে জিজ্ঞাসা করা হয়েছিল, অস্ট্রেলিয়া কতো টার্গেট দিলে বাংলাদেশ নিরাপদে থাকবে? কোনো উত্তরই দিলেন না। নিজের মত করে একটা ব্যাখ্যা দিতে পারতেন। তাও না। এক কথায় উত্তর দিলেন, ‘ডিফিকাল্ট প্রশ্ন।’ যেন উত্তর না দেয়াতেই আগ্রহ বেশি তার।

প্রশ্নোত্তর পর্বের এক সময় কিছুটা বিরক্ত হয়ে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে উদ্দেশ্য করে হঠা বলে বসেন, ‘রাবিদ ভাই আর কতক্ষণ..?’

Advertisement

তবুও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন কাটার মাস্টার। এর মধ্যেই জানিয়েছেন প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট পাওয়ার ইচ্ছের কথা। এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলার চার উইকেট নেননি। অস্ট্রেলিয়ার আরও এক উইকেট বাকি আছে। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যখন খেলতে নামি, চেষ্টা তো থাকে ভালো কিছু করার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চার উইকে পেয়েছিলাম। এবারও চেষ্টা থাকবে।’

নিজের লাইন-ল্যান্থের সমস্যার কথাও অকোপটে স্বীকার করেন দ্য ফিজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেসটা ভালো গেছে। লাইন-লেন্থটা একটু সমস্যা আছে।’

উইকেট সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। স্পিনারদের জন্য তো আহামরি কিছু নয়। সাধারণত আগের দিনের সঙ্গে আজ কোনো পার্থক্য ছিল? মোস্তাফিজ এক কথায় উত্তর দিলেন, ‘না’।

এমএএন/আইএইচএস/জেআইএম

Advertisement