আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি। তবে এরই মধ্যে নিজের জাত ঠিকই চিনিয়েছেন বাংলাদেশের বিস্ময়বালক মোস্তাফিজুর রহমান। বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলেন অতি সাবধানে। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে এমন অস্ত্র নিয়ে হাজির হন মাঠে, যা নিয়ে আগে থেকে গবেষণা করতে হয় প্রতিপক্ষ দলকে। সম্ভাবনাময়ী তরুণ প্রতিভাবান এ পেসারের ২২তম জন্মদিন ছিল আজ। অনেকের সাথে আইপিএলের সতীর্থ ও অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজকে।
Advertisement
দল তাকে কিছু উপহার দেয়ার আগেই তিনি দলকে দিলেন অসাধারণ একটি স্পেল উপহার। টেস্টের তৃতীয় দিনে নিয়েছেন দুটি উইকেট। এর মধ্যে সবচেয় উল্লেখযোগ্য ছিল, আইপিএলে নিজের দল হায়দরাবাদের অধিনায়ক, সতীর্থ ও অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করা। ওয়ার্নারের সেঞ্চুরিতে ভর করেই বড় সংগ্রহের দিকে এগিয়ে চলছিল অস্ট্রেলিয়া দল।
তবে ওয়ার্নারকে আউট করলেও, দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজ জানালেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদে তার অধিনায়ক।
আইপিএলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান। এ বিষয়ে মোস্তাফিজ বলেন, ‘আইপিএলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সবাই উইশ করছে। ওয়ার্নারও ছিলো।’
Advertisement
ঢাকায় ছিলেন উইকেট শূন্য। তবে চট্টগ্রামে বিশেষ দিনে উইকেট পেলেন। এ নিয়েও আলাদা কোন ভাল লাগা নেই এই ফাস্ট বোলারের। তিনি জানালেন, ‘আমার তো সব সময় ভালোই লাগে।’
তবে বৃষ্টির কারণে চট্টগ্রামের উইকেটে আহামরি পরিবর্তন হয়েছে বলে মনে করেন না তিনি। যদিও উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাননি মোস্তাফিজ। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ‘উইকেটটা কী আজও ব্যাটসম্যানদের সহায়ক ছিল? কাল কেমন থাকতে পারে?’ জবাবে তিনি বলেন, ‘উইকেট বিষয়ে অভিজ্ঞতা কম তো, ওইভাবে বলতে পারতেছি না।’
বেশিরভাগ প্রশ্নেরই ছোট ছোট উত্তর দিচ্ছিলেন তিনি। তবে একটি প্রশ্নের উত্তরই যেন বিস্তারিত দিলেন। প্রশ্নটি ছিল, শুরুর সময় সবাই আপনাকে বিস্ময়কর বলতো। এখন তো সবাই আপনাকে নিয়ে স্টাডি করে। এখন কিভাবে নিজেকে উন্নত করবেন? উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘এখন আমার চেষ্টা থাকবে নতুন একটা ভেরিয়েশন নিয়ে কাজ করা। আগে কাটার ছিলো। এখন নতুন কিছু করতে হবে।’
এমএএন/আইএইচএস/এমএস
Advertisement