মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
Advertisement
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
রিজভী বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা আজ বাংলাদেশের নাফ নদের পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে। বিএনপির পক্ষ থেকে তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সেখান থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকাসহ সারাদেশে এক ঘণ্টার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হবে।
Advertisement
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশফাকের পরিচালনায় অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এমএম/এমএআর/জেআইএম