জাতীয়

নতুন প্রজাতির প্রজাপতি সনাক্ত

সুন্দরবন থেকে সম্প্রতি আরো একটি নতুন প্রজাপতি সনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। জাগো নিউজকে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।বিরল প্রজাতির নতুন এ প্রজাপতিটির নাম ‘হোয়াইট ইয়েলো ব্র্যাস্টেড ফ্ল্যাট’। প্রজাপ্রতিটির বৈজ্ঞানিক নাম ‘জিরোসিস সিনিকা’। এর ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার এবং ডানা দেখতে গাঢ় বাদামী ও সাদা রঙের। প্রজাপতিটি জঙ্গলের ঘন পাতার নীচে বসবাস করে।বাংলাদেশে এর জীবনচক্র ও অন্যান্য জৈবনিক কার্যক্রম এখনও জানা যায়নি। এছাড়া এই প্রজাপতিটি সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত দেখা যায় নি বলে জাগো নিউজকে জানান অধ্যাপক মনোয়ার হোসেন।এ বিষয়ে বিশিষ্ট প্রজাপ্রতি গবেষক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘গত ২৬ অক্টোবর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রজেক্ট `আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ`র সাথে একটি প্রজাপতি বিষয়ক গবেষণা দল নিয়ে আমি সুন্দরবনের সুপতি থেকে বিরল প্রজাতির এ প্রজাপ্রতিটি সনাক্ত করি। পরবর্তীতে ভারতের প্রখ্যাত প্রজাপতি বিশেষজ্ঞ ইসাক কেশিমকার এবং সিঙ্গাপুরের পরিবেশবিদ সানি চীরের কাছে প্রজাপতিটির বিবরণ পাঠালে তারা প্রজাপতির এই প্রজাতিটির ব্যাপারে নিশ্চিত করেন।`উল্লেখ্য, বিগত ১৫ বছরে (২০০১-২০১৫) অধ্যাপক মনোয়ার হোসেন সুন্দরবন থেকে সর্বমোট ৩৮ প্রজাতির প্রজাপতি সনাক্ত করেছেন।হাফিজুর রহমান/এআরএস

Advertisement