বিনোদন

এক নজরে সালমান শাহ

সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে চলচ্চিত্র জগতে পদার্পণ সালমান শাহর। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক ছিলেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ।

Advertisement

আজ ৬ সেপ্টেম্বর সালমানের ২১তম মৃত্যুবার্ষিকী। চলচ্চিত্রের বিষাদময় এই দিনে জেনে নেয়া যাক সালমান শাহের আদ্যোপান্ত।

পুরো নাম : শাহরিয়ার চৌধুরী ইমনজন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববারবাবা : কমর উদ্দিন চৌধুরীমা : সাবেক এমপি নীলা চৌধুরীস্ত্রী : সামিরাউচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চিরাশি : বৃশ্চিকপ্রথম ছবি: কেয়ামত থেকে কেয়ামতশেষ ছবি: বুকের ভেতর আগুনপ্রথম নায়িকা : মৌসুমীসর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)মোট ছবি : ২৭টিবিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুয়ার কেডস, গোল্ড স্টার টি, কোকা-কোলা, ফানটাধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথাএকক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।বিয়ে : ২০ ডিসেম্বর, ১৯৯২স্ত্রী : সামিরা শাহমৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার।

সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন। সেগুলোর তালিকা মুুক্তির তারিখসহ দেয়া হলো

Advertisement

কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩ সালের ২৫ মার্চ), তুমি আমার (১৯৯৪ সালের ২২ মে), অন্তরে অন্তরে (১৯৯৪ সালের ১০ জুন), সুজন সখী (১৯৯৪ সালের ১২ আগস্ট), বিক্ষোভ (১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর), স্নেহ (১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর), প্রেমযুদ্ধ (১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর), কন্যাদান (১৯৯৫ সালের ৩ মার্চ), দেনমোহর (১৯৯৫ সালের ৩ মার্চ), স্বপ্নের ঠিকানা (১৯৯৫ সালের ১১ মে), আঞ্জুমান (১৯৯৫ সালের ১৮ আগস্ট), মহামিলন (১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর), আশা ভালোবাসা (১৯৯৫ সালের ১ ডিসেম্বর), বিচার হবে (১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি), এই ঘর এই সংসার (১৯৯৬ সালের ৫ এপ্রিল), প্রিয়জন (১৯৯৬ সালের ১৪ জুন), তোমাকে চাই (১৯৯৬ সালের ২১ জুন), স্বপ্নের পৃথিবী (১৯৯৬ সালের ১২ জুলাই), সত্যের মৃত্যু নেই (১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর), জীবন সংসার (১৯৯৬ সালের ১৮ অক্টোবর), মায়ের অধিকার (১৯৯৬ সালের ৬ ডিসেম্বর), চাওয়া থেকে পাওয়া (১৯৯৬ সালের ২০ ডিসেম্বর), প্রেম পিয়সী (১৯৯৭ সালের ১৮ এপ্রিল), স্বপ্নের নায়ক (১৯৯৭ সালের ৪ জুলাই), শুধু তুমি (১৯৯৭ সালের ১৮ জুলাই), আনন্দ অশ্রু (১৯৯৭ সালের ১ আগস্ট), বুকের ভেতর আগুন (১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর)।

সালমান শাহ বেশ কিছু নাটকেও অভিনয় করেছিলেন। সেই সব নাটকের তালিকা

আকাশ ছোঁয়া (১৯৮৫), দোয়েল (১৯৮৫), সব পাখি ঘরে ফেরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৬), পাথর সময় (১৯৯০), ইতিকথা (১৯৯৪), নয়ন (১৯৯৬), স্বপ্নের পৃথিবী (১৯৯৬)।

জনপ্রিয় এই নায়ক অভিনীত বিজ্ঞাপনের তালিকা

Advertisement

ইস্পাহানি গোল্ডস্টার টি (১৯৮৩), জাগুয়ার কেডস (১৯৮৪), মিল্ক ভিটা (১৯৮৮), কোকা-কোলা (১৯৮৯), ফানটা (১৯৯১)।

এলএ