বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিখটেনস্টাইনের বিপক্ষে গোল উৎসব করেছে স্পেন। আলভারো মোরাতা ও ইয়াগো আসপাসের জোড়া গোলে ৮-০ গোলের বিশাল জয় পায় স্পেন। আর এ জয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে ওঠার কাছাকাছি পৌঁছে গেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
Advertisement
প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন রামোস। ম্যাচের ১৫ মিনিটে মোরাতা আর ১৬ মিনিটে ইসকো গোল করলে ৩-০ তে এগিয়ে যায় স্পেন। বিরতির ছয় মিনিট আগে স্কোরলাইন ৪-০ করেন ম্যানসিটি তারকা সিলভা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে গোল করেন সিলভার পরিবর্তে মাঠে নামা আসপাস। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসির স্ট্রাইকার মোরাতা। আর ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আসপাস। শেষ দিকে চলতি মৌসুমে বার্সায় যোগ দেওয়া দেউলোফিউ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
এই জয়ের পর আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দিনের অপর ম্যাচে ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইতালি।
Advertisement
এমআর/আরআইপি