জাতীয়

সংবিধান সংশোধনে মতামতের প্রয়োজন নেই : আনিসুল হক

সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে জাতীয় সংসদে উত্থাপিত ‘সংবিধানের ষোড়শ সংশোধন বিল’ পাসে আর কারও মতামত নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার রাজধানী হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারে আর কারো মতামত নেয়ার প্রয়োজন নাই। কিন্তু সংবিধানের সংশোধনে যে ‘অপসারণ’ কথাটি থাকবে। সেই ‘অপসারণ’ কথাটি সংবিধানে থাকাই শেষ নয়, এই বিষয়ে একটি আইন করতে হবে। আর এই আইন করার সময় সকলের মতামত নেয়া হবে। এই মতামতের কথাই আগে বলা হয়েছে।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কম্যুনিটি লিগাল সার্ভিসেস প্রকল্পের টিম লিডার হেক্টর ডিয়াজ সলিমান, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এসএস এম জহিরুল হক ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্দ্যোগে অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করে আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং কম্যুনিটি লিগাল সার্ভিসেস প্রকল্প।

Advertisement