খেলাধুলা

বার্সার চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়েছেন মেসি!

নেইমারের বাই আউট ক্লজ ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে তাকে কিনে নিয়েছে পিএসজি। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ৩০০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করে মেসিকে কিনে নিতে পারে কেউ। এই ভয় খুব বেশি পেয়ে গিয়েছিল বার্সা কর্মকর্তাদের। এর কারণও আছে। লিওনেল মেসি নিজেও বার্সা ছেড়ে দেয়ার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছিলেন। তার নতুন চুক্তি নিয়ে ক্লাব কর্তৃপক্ষ গড়িমসি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

Advertisement

তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে উঠতে পেরেছেন বার্সা কর্মকর্তারা। কারণ, বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু এবার জানিয়ে দিয়েছেন, মেসির সঙ্গে নতুন চুক্তি শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়ার পথে। ইতিমধ্যেই এই চুক্তিতে স্বাক্ষর করে নিয়েছেন মেসির বাবা। এবার মেসি নিজেও স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট।

বার্তেম্যু এখন জোর গলায় বলছেন, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গত জুলাইতেই ঘোষণা দেয়া হয়েছিল। শুধু বাকি ছিল অফিসিয়াল ফটোগ্রাপ এবং স্বাক্ষরের। সেটাও অবশেষে হয়ে যাচ্ছে। সুতরাং এখন আর মেসির বার্সা ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই।

আইএইচএস/এমএস

Advertisement