দেশজুড়ে

রংপুরে ৭ম বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ ও সমাপনি অনুষ্ঠান

৭ম বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মঙ্গলবার সকালে রংপুর বিজিবি মাঠে ২২ সপ্তাহব্যাপী ৮৬তম ব্যাচের রিক্রুট মৌলিক প্রশিক্ষণ ও সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিলখানার বিজিবি সদর দপ্তরের চিকিৎসা সার্ভিসেস উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী বিজিবিএমএস।এসময় উপস্থিত ছিলেন রংপুর ৭ম বর্ডার গার্ড ব্যাটালিয়নের জি অধিনায়ক লে: কর্নেল শামছুম মুহিত, প্রধান সম্বনয়কারী ও প্যারেড কমান্ডার মেজর সৈয়দ মাসুদুর রহমান, প্রশিক্ষণের ওআইসি অতিরিক্ত পরিচালক মেজর আবু নঈম মো: সালাহ উদ্দিন।প্যারেডে শারীরিক উৎকর্ষতায় সবুজ হোসেন, কুচকাওয়াজে সোহেল মাহমুদ, ফায়ারিংয়ে আলমগীর হোসেন, সম্মুখ যুদ্ধে রোকনুজ্জামান প্রধান ও সর্ব বিষয়ে মিজানুর রহমান শ্রেষ্ঠ রিক্রুট পুরস্কৃত হন। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকতাসহ রিক্রুটদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।এমএএস/আরআই

Advertisement