আদিবাসী তরুণীকে ধর্ষণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে সংহতি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, চানচিয়া এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আগামী ১২ জুন শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে এ কর্মসূচি পালিত হবে।মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল আরো বলেন, নারীর নিরাপত্তাসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু রাষ্ট্র তার দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছে। স্বাধীনতার ৪৪ বছর পরও নিরাপত্তা ও বিচারের প্রত্যাশায় আমাদের আন্দোলন করতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক।তিনি আরো বলেন, গত ১ জুন আমরা সাতদিনের আল্টিমেটাম দিলেও প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। উল্টো ৮জুন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশি হামলায় আমাদের ৭ জন কর্মী আহত হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।এ ঘটনায় পুলিশ সুস্পষ্টভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে। ঐ ঘটনায় দায়ী পাঁচজন হলেও পুলিশ দুই জনকে গ্রেফতার করে বাকিদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমাদের ধারণা ঐ তিনজন রাজনৈতিকভাবে খুবই ক্ষমতাবান। তাদেরকে আড়াল করে প্রশাসন বরং যৌন সন্ত্রাসকেই আরো উৎসাহিত করছেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি পাপ্পু ডিও, চানচিয়ার সমন্বয়ক অ্যান্টনি রেমা, ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি মনোয়ার হোসেন মাসুদ প্রমুখ।এম এইচ/এসএইচএস/আরআইপি/এসআরজে
Advertisement