স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিরীহ ও নিরস্ত্র রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এ অবস্থা বেশিদিন চলতে পারে না।
Advertisement
মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভিআইপি ডিলাক্স ৬১২নং কেবিনে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, নোবেলজয়ী অং সাং সু চি’র দেশে যে হত্যাযজ্ঞ চলছে তা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত। জাতিসংঘের হস্তক্ষেপসহ এ বিষয়ে বিশ্বনেতাদের এগিয়ে আসা উচিত। হত্যার মাধ্যমে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না। মিয়ানমার সরকারের তা অনুধাবন করা উচিত।
স্বাস্থ্যমন্ত্রী কাদের সিদ্দিকীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী পরিচালক (হাসপাতাল) বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
স্বাস্থ্যমন্ত্রী পরে ৬২০নং কেবিনে গণ-আজাদী লীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খানকে দেখতে যান। এর আগে সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কাদের সিদ্দিকীকে দেখতে বিএসএমএমইউতে আসেন। তিনিও সেখানে কিছুক্ষণ অবস্থান করেন ও তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন।
গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন।
এমইউ/এমএআর/আইআই
Advertisement