সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে শেষ বারের মত ফতুল্লায় নিজেদের ঝালিয়ে নিলেন কোহলিরা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোহলি বলেন, বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। প্রতিদিনই তারা উন্নতি করছে। তবে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে ভারত। ওই সিরিজে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইনজুরিতে থাকায় প্রথম ম্যাচটির নেতৃত্ব দেন কোহলি। এরপর দু’ম্যাচ ধোনি নেতৃত্ব দেয়ার পর সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও অধিনায়কত্ব করেন কোহলি। কারণ, তৃতীয় ম্যাচের পরই টেস্ট থেকে অবসর নেন ধোনি।তাই বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ টেস্ট অধিনায়ক হিসেবেই এসেছেন কোহলি। বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট নিয়ে নিজের ভাবনাটাও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ। দলে বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তামিম-সাকিব-মুশফিকুর-মোমিনুল। এরা দলের প্রধান খেলোয়াড়। এদের নিয়েও আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো এবং নিজেদের সেরাটা ঢেলে দেবো।এমআর/আরআইপি/এসআরজে
Advertisement